প্রানঘাতি করোনার ছোবলে থমকে গেছে পুরো বিশ্ব । বাংলাদেশ দিন যত যাচ্ছে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। এই করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নেয়া নানা উদ্যোগের মধ্যে একটি লকডাউন। সারাদেশ এখনো পুরোপুরি লকডাউন না হলোও অঘোষিত লকডাউন চলছে পুরো দেশ জুড়েই।
এই লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে যানবাহন, হাটবাজার সহ অনেক ব্যবসায়ীক প্রতিষ্ঠান আজ বন্ধ। এতে করে বিপাকে পড়েছে দিনে আনা দিন খাওয়া নিম্নবিত্ত মানুষগুলো। একদিকে বাড়ছে করোনার রোগীই সংখ্যা অন্যদিকে তার সাথে পাল্টা দিয়ে বাড়ছে মানুষের হাহাকার। নিম্নবিত্ত মানুষ গুলো ত্রাণ জন্য হাত পাতলেও মধ্যবিত্ত পরিবারগুলো যেনো বিবেকের কাছে বাঁধা। পেটে খুদা রেখেও কোন রকমে দিন পার করছেন এই মানুষগুলো । মুখ লজ্জায় কারো কাছে হাত পাততে কিছু চাইতেও পারছেন না তারা।
তবে এই মানুষগুলোর পাশেই রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে দু মুঠো চাল হাতে তুলে দিচ্ছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। দিনের আলোয় যে মানুষগুলো কারো কাছে ত্রাণ চাইতে পারেন না কিংবা অতি নিম্নবিত্ত হয়েও এখনো ক্ষুধার জ্বালায় একটু ত্রাণের আশায় বসে আছেন ওইসব মানুষগুলোর পাশে গিয়ে নিজ অর্থায়নে চাল পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগের এই নেতা
এই সময় পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আকরাম খাঁন, সুভাষ সোম সহ স্থানীয় কয়েকজন তাকে এই ত্রাণ পৌঁছে দিতে সহায়তা করেন ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, আওয়ামী লীগ সরকার সুখে দুঃখে সবসময় মানুষের পাশে থেকেছেন। তাদের জীবনমান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। তবে বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে নিম্নবিত্ত মানুষ গুলোর পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও অনেকটা অসহায় হয়ে পড়েছেন। নিম্নবিত্ত মানুষ গুলো দিনের আলোতে হাত পেতে ত্রাণ নিলেও মধ্যবিত্ত পরিবারগুলো তা পারে না । তাই আমি নিজ উদ্যোগে এসব মানুষ গুলোর তালিকা করে রাতের আধারে ১৪০ টি পরিবারের মাঝে এই চাল পৌঁছে দিয়েছি ।