সবাই চায় হতে সুখী
সুখ কি সবাই পায়?
দুঃখকে কেউ করেছে আবার জয়।
সময়ের টানাপোড়েনে চলে
দুঃখ- সুখের খেলা।
আমাদের জীবন যেন
রোদ -বৃষ্টির মেলা।
কেউ এই রোদে আলোতে
পুড়ে হয় ছাই!
কেউ আবার বলে চলে
এই আলোতে পথ খুঁজে পাই।
জীবন তো নয় সরল রেখা
তাই তো এতো ভয়
লক্ষ টাকে রাখলে ঠিক
জীবনের হয় জয়।।