ঢাকাসহ দেশের লকডাউনকৃত অনেক এলাকার কর্মজীবি মানুষ অবৈধ পন্থায় কর্মস্থল থেকে ফিরছেন পাবনার চাটমোহরের বিভিন্ন গ্রামে। গত বুধবার ও বৃহস্পতিবার শতাধিক মানুষ চাটমোহরে প্রবেশ করলেও তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় নি। এলাকার মানুষ করোনা ভাইরাস বিস্তার রোধে বাহিরে থাকা মানুষ গ্রামে প্রবেশ করলে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জানিয়ে দিচ্ছেন। থানা পুলিশ, ম্যাজিষ্ট্রেট তাদের বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা দিলেও অনেকে তা না মানায় চাটমোহরের মানুষের দিন কাটছে শংকায়। করোনা ভাইরাস সংক্রমন পরীক্ষার জন্য পাবনার চাটমোহরে ইতিমধ্যে বিভিন্ন সময়ে ২২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আট জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের কেউই করোনায় আক্রান্ত নন। পূর্বের ১৯৯জন সহ নতুন ২৮ জন মোট ২২৭ জন কোয়ারেন্টাইনে থাকলেও ইতিমধ্যে ১৪ দিন অতিবাহিত হওয়ায় এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১১৫ জন। এরপরও তাদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।