শতাধিক হতদরিদ্রের পাশে কেরনখলা গ্রামের কৃষক মোস্তফা কামাল

নেত্রকোনার দুর্গাপুরে করোনা ভাইরাস এর সংক্রমন এড়াতে নিজ নিজ বাসায় অবস্থানরত কর্মহীন একশত পরিবারের মধ্যে চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের বাসিন্দা
মোঃ মোস্তফা কামাল এর ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মোস্তফা কামালের নিজ বাড়ীতে নিরাপদ দূরত্ব বজায় রেখে এলাকার খেটে খাওয়া কর্মহীন হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি চাল, হাফ কেজি মুসুর ডাল, হাফ কেজি তৈল, হাফ কেজি লবন ও একটি করে সাবান
বিনামুল্যে বিতরন করেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মোস্তফা কামাল বলেন, আমি নিজে ও ক্ষুদ্র আয়ের মানুষ। করোনা ভাইরাসের
প্রভাবে পুরো বিশ্বব্যাপী পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। দেশের জেলা উপজেলা সকল স্থানে
বাজারগুলো বন্ধ থাকায় কাজ করতে পারছেন না নি¤œআয়ের মানুষ গুলো । দিন আনে দিন খাওয়া মানুষগুলোর সংসারের চাকা প্রায় বন্ধ হওয়ার পথে । দেশের এই ভয়াবহ মহামারিতে আমি আমার নিজের আয় থেকে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করতে পারাতে আমি নিজেকে ধন্য বলে মনে করছি।