ধ্বংসের শেষে

পাহাড়ের ওপার থেকে শকুনেরা রওনা দিয়েছে,
আবার আকাশ কালো করে ডানা ছড়াতে।
একদিন যাদের তাড়িয়েছিল মানবকূল,
তারাই আসছে আমাদের গোস্ত, চক্ষু, মগজ খেতে।

স্বপ্নের কারিগরেরা আজ দিশাহারা।
স্বপ্ন বুনার রসদ কোথায় পাবে?
নিজেই দুঃস্বপ্ন দেখে চমকে উঠে যে,
‌অন্যকে সে কোন চোখে স্বপ্ন দেখাবে?

নাই নাই, আশা নাই, স্বপ্ন নাই।
শকুনের ডানায় নীলাকাশ কালো।
ভয়ে কম্পিত স্বপ্নহারা মানুষেরা
কঠিন মাটিতে পথ খুঁজে নিলো।

একদিন এই মাটি ফুঁড়ে হয়তো আবার
জন্ম নিবে নতুন কুঁড়ি, কচি পাতা।
হয়তো সেদিন তুমি আমি আর থাকবোনা,

ইতিহাস জানাবে আমাদের ভুলের কথা।

Stay Home, Protect Corona Virus