মোঃ নূরুলইসলাম, চাটমোহর, পাবনা)
অবশেষে শুরু হলো পাবনার চাটমোহরের ক্রীড়া প্রেমীদের বহু আকাঙ্ক্ষিত ব্যাডমিন্টন কোটের ইনডোর নির্মাণকাজ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লায় নতুন বাজার খেয়াঘাট জামে মসজিদের পশ্চিম পাশে নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী কে এম সাইদ উল ইসলাম কাফি, চাটমোহর পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন।
কোদালের কোপ দিয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন অতিথিরা। শেষে নির্মাণকাজের সাফল্য কামনায় দোয়া করা হয়। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত অর্থায়নে এই ইনডোর নির্মাণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম সরকার, রবিউল ইসলাম রবি, সাবেক পৌর কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, সাংবাদিক শাহীন রহমান, বাংলাদেশ চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুস সোয়াদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও চাটমোহর স্পোর্টস একাডেমীর আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল।