বড়াইগ্রামে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় ১৭ জনকে অর্থদন্ড

নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও
অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করায় ১৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ২৭ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা
করেন। ইউএনও আনোয়ার পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনার
প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে ঘরে থাকার কথা বলা হয়েছে। কিন্তু কিছু মানুষ সে আদেশ না মেনে বিনা কারণে বাজার ঘাটে ঘোরাফেরা করছে। এ কারণে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আগামী দিনেও
উপজেলার সব এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।