ভাবৈশ্বিক মহামারি ও মহাদুর্যোগ সৃষ্টি করেছে করোনা কোভিড-১৯ ভাইরাস। সামাজিক দূরত্ব বজায় রেখে এবার মাঠে নেমেছে জনদরদী দুই
জননেতা। দুস্থ্য ও কর্মহীন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম ও পৌর যুবলীগ নেতা
হুমায়ুন কবির রাজিব। তাদের ব্যক্তিগত অর্থায়নে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া ও উপজেলার কুমারগাড়া গ্রামে অসহায় একশ’ জনের হাতে খাদ্য
সামগ্রী তুলে দিলেন। গণজমায়েত এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শুক্রবার রাতে তারা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম বলেন, এই দূর্যোগের সময় ঘরে বন্দি থাকার সময় নয়। কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের মতো আরো ধনী মানুষকে আহবান করছি। আমরা আমাদের নিজ আর্থায়নে চেষ্টা করছি
সাধ্যমতো সহযোগিতা করার। আমরা উপজেলার এক হাজার কর্মহীন দুস্থ্য মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি। শুক্রবার রাতে একশ’ জনের কাছে খাদ্য সামগ্রী দিয়ে কাজ শুরু করলাম। পর্যায়ক্রমে চাটমোহর
পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।