বিশ্বনাথে প্রশাসনের যৌথ সভায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও ৫টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা সংক্রমণ প্রতিরোধে ও সংকট মোকাবেলার লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনার জন্য সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনী, সাংবাদিকদের’ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় করোনা প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজার রাখার ও বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক ব্যবহার করার এবং উপজেলার সর্বত্র থাকা ফার্মেসী ও কাঁচা বাজার ছাড়া অন্য সকল প্রকার দোকান-পাঠ দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫টার মধ্যে বন্ধ করে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান নিতে হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আর ওই সিদ্ধান্ত অমান্য করে নির্দিস্ট সময়ের পর কেউ দোকান-পাঠ খোলা রাখলে বা সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোন প্রকার দোকান খোলা রাখলে বা অযথা বাইরে ঘুরাফেরা করলে তাকে আইনের আওতায় এনে ‘উপজেলা প্রশাসন-সেনাবাহিনী-পুলিশ’ কর্তৃক জেল-জরিমানা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ ইকবাল, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আশিক আলী, নবীন সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।
বিশ্বনাথে অসহায়দের মধ্যে আ’লীগের চাল বিতরণ শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা সংকট মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। শনিবার সকালে উপজেলা সদরস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ২ শতাধিক ব্যক্তিকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে চাল দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের প্রতি আস্থা রেখে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে আমাদের সবাইকে সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। আর করোনার ওই সংকটময় মুহুর্তে সমাজের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবান ও প্রবাসীদেরকে এগিয়ে আসতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, আ’লীগ নেতা অ্যাডভোকেট আব্বাস আলী।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ইরন মিয়া, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, আশিক আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হামিদ শিকদার, সাধারণ সম্পাদক মহব্বত আলী, আ’লীগ নেতা ফয়জুল ইসলাম, আরশ আলী, সিতাব আলী, নজরুল ইসলাম, আবদুল লতিফ, শানুর আহমদ জয়দু, বাদল বৈদ্য, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা তাজুল ইসলাম, মনোহর হোসেন মুন্না, আবদুস ছালাম, সায়েদ আহমদ, জমির আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক, সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
করোনা : কর্মহীনদের মধ্যে বিশ্বনাথ সদর ইউনিয়নে চাল বিতরণ শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় সরকারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথক স্থানে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৩১০টি পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয় সরকারি চাল।
প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সকল প্রকার সংকট ও দূর্যোগ মোকাবেলা করা হবে। আপনারা শুধু সকল সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। করোনার সংক্রমণ যাতে ব্যাপক আকার ধারণ না করে সেজন্য সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে। এছাড়া দেশে খাদ্যের কোন সংকট নেই, তাই করোনার এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের ও সচিব বিজিত সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানগুলোতে ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ থানা পুলিশকে মাস্ক দিলেন এমপি মোকাব্বির খান
বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সদস্যদেরকে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে মাস্ক প্রদান করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। শুক্রবার রাতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার হাতে মাস্কগুলো তুলে দেন সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব।
এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন প্রমুখ।