ইবি প্রতিনিধ-মরণঘাতী করোনা ভাইরাস। যার থাবায় আক্রান্ত সারাবিশ্বের মানুষ। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে সংসার কীভাবে চলবে তা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষেরা।
সবাই যখন করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত। তখন গৃহেবন্দী থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল নেতা সোলায়মান চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) নিজ উদ্যোগে গাজীপুর মহানগর কোনাবাড়ীর এলাকার প্রায় ৩২ জন অসহায়-দরিদ্রের মাঝে চাল, ডাল, সাবান, আলু, পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তার সাথে শাকিল, কাওছার,পারভেজ,ফারুক সহ গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা ছাত্রদলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ছাত্রদলনেতা সোলায়মান চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রতিটা ক্রান্তিলগ্নে ছাত্রদল সাধারন মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আজ বাংলাদেশ সহ সারাবিশ্ব “করোনা” নামক এক ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে সারা বাংলাদেশ বিগত কয়েক দিন যাবৎ লক ডাউন অবস্থায় আছে। এতে বিপাকে পড়েছে গরীব অসহায়, দিনমজুর গাড়িচালক ভাইয়েরা। আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ হতে গরীব অহসায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমরা আজ ১ম ধাপে ৩২টি পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে”