সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক
৪ আসামীকে আটক করেছে।
থানা সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী রাতে এসআাই শহ আলম, এসআই জুবাইদুল ইসলাম, এএসআই শাহ আলম, এএসআই জাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন অভিযান চালিয়ে নিজ এলাকা হতে থানার কৈজুরী গ্রামের ওহাব প্রামানিকের ছেলে রিয়াজকে আটক করে। সে ডাকাতি মামলার ৮ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত জিআর-১৪৭/১৮ (আটঘড়িয়া) মামলার আসামী। গত ২৯ জানুয়ারী রাতে থানার কুটিপাড়া গ্রামের কামাল শেখের ছেলে হাফিজুলকে নিজ গ্রাম থেকে আটক করে।সে আতাইকুলা থানার ২২/১৬ মামলার ৬ মাসের সশ্রম কারাদণ্ড ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। এছাড়াও গত ১৯ জানুয়ারী রাতে অভিযানে জিআর-১২৪/১৫ এর ৬ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ রতন শেখ পিতা মোঃ মহসিন শেখ কে গ্রেফতার করা হয়। অপর দিকে ৬ জানুয়ারী থানা পুলিশ জিআর-২৭/১৫ আতাইকুলা থানার মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী থানার দক্ষিন কুচিয়ামোড়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে জহুরুল ইসলামকে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয়। তাদের আাদলতে প্রেরন করা হয়।
এবিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ এবিএম হাবিবুল ইসলাম বলেন, মামলার একজন আসামীকে সাজা পর্যন্ত আসতে পুলিশ, আইন আদালতসহ সরকারের অনেক খরচ ও বেগ পোহাতে হয়। আমাদের অফিসারদের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ধরতেও অনেক কষ্ট করতে হয়। আতাইকুলা থানায় পলাতক আসামী গ্রেফতারের অভিযান অব্যহত আছে। এলাকায় কোন দুষ্কৃতকারি থাকলে পুলিশকে সহযোগীতা করতে সহযোগীতা কামনা করেন।