বঙ্গবন্ধু , তুমি প্রাণের বন্ধু

হে বঙ্গবন্ধু, হে প্রাণের বন্ধু
তুমি ১০০ বছর পূর্বে এসেছিল
এই বাংলায়
বাঙালির হাজার বছরের স্বপ্নকে
তুমি করেছিলে লালন
তাই বাঙালি জাতি
আজ শ্রদ্ধাভরে তোমাকে করছে
স্মরণ।
তুমি শাসন, শোষণ, অত্যাচার
আর পরাধীনতার শিকল থেকে
মুক্ত করিতে বাঙালি জাতিকে
তুমি রচিয়াছিলে এক মহাকাব্য
নাম তার দিয়াছিলে ‘ছয় দফা’
মুক্তির সনদ, বাঙালি জাতির
তাঁহারা বলিয়া থাকে
লক্ষ-কোটি হৃদয়ে মুজিব
তোমার ছবিটি আঁকে।
হে মুজিব, তুমি সর্বশ্রেষ্ঠ বাঙালী
সারাবিশ্ব, আজ বাঙালীকে চিনেছে
(সংক্ষেপিত)