লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ নাটোরের লালপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে মতিউর রহমান (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি ২০২৫) ভোরে উপজেলার বেড়িলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মতিউর রহমান একই গ্রামের আব্দুল গফুরের ছেলে ও দুড়দুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন অপরাধ নিবারণকল্পে, অপরাধ প্রতিরোধ আইনে তাকে গ্রেফতার করে দুপুরে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
