ভারতের একদিনে করোনায় আক্রান্ত ৭৫, মৃত্যু ২


চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে। এর মধ্যে ভারতেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতে একদিনে ৭৫ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়েছে আর মৃত্যু হয়েছে দুই জনের। এ নিয়ে ভারত জুড়ে মোট আক্রান্ত দাঁড়ালো ৪৭১ জনে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দেশটিতে মোট ৩০টি রাজ্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১। যার মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। এক হিসেবে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু বিষয়ে নিশ্চিত করা হয়েছে খবরে। এর মধ্যে একজন পশ্চিমবঙ্গের আর অপর ব্যক্তি হিমাচলের।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, লকডাউন ভঙ্গ করলে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও পঞ্জাবে কার্ফু জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে, সেখানেও কার্ফিউ জারি করা হয়েছে।