বাংলাদেশে করোনা ভাইরাস বিস্তার রোধে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার দিনব্যাপী কুষ্টিয়ার চৌড়হাস মোড়, মজমপুর, এনএসরোড সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে এসব বিতরণ করে তারা।
এসময় শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ ও সাবেক গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আলামিন জোদ্দার এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করে তারা।
এবিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচী। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।
উল্লেখ্য,বিশ্বে নতুন আতঙ্ক এখন করোনা ভাইরাস। যেটি বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুকে বরণ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১৩ হাজারের অধিক মানুষ। এ ভাইরাসের প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি। এ লক্ষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় জনগনের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।