চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে বিশে^র বিভিন্ন দেশ থেকে ১৩৫ ব্যক্তি পাবনার চাটমোহরে এসেছেন। এর মধ্যে ২১ মার্চ শনিবার পর্যন্ত ৫২ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও এখনো অনেক কোয়ারেন্টাইনের বাইরে। তাদের খুঁজছে স্বাস্থ্য বিভাগের টিম। আত্মগোপনে থাকায় এদের খুঁজতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেগ পেতে হচ্ছে। ১৫ মার্চের পরে কতজন বিদেশ থেকে চাটমোহরে ফিরেছেন এ তথ্য পাওয়া যায়নি। এ সময়ে যারা দেশে ফিরেছন তাদের তথ্য পাওয়া গেলে কোয়ারেন্টাইনের বাইরে থাকা ব্যক্তির পরিধি আরো বাড়তে পারে। তবে এর মধ্যে কিছু ব্যক্তি ফের বিদেশে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, মার্চের প্রথম ১৫ দিনে ভারত থেকে ৮৫, মালয়েশিয়া থেকে ১১, সৌদিআরব থেকে ১০, সিঙ্গাপুর থেকে ৭, সুদান থেকে ৬, সংযুক্ত আরব আমিরাত থেকে ৫, ওমান থেকে ৩, ইউকে থেকে ২, থাইল্যান্ড থেকে ২ ও উগান্ডা, কুয়েত, কাতার ও শ্রীলংকা থেকে ১ জন করে মোট ১৩৫ জন ব্যক্তি চাটমোহরে ফিরেছেন। এর মধ্যে ৫২ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়াইবুর রহমান জানান, বিদেশ ফেরতদের তালিকা পাওয়ার পর আমাদের মেডিকেল টিম কোয়ারেন্টাইনের বাইরে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিচ্ছে।