তোমার জন্মদিনে

জন্মেছিলো সোনার ছেলে
শেখ মুজিবুর রহমান,
বাংলা মাকে ভালোবেসে
বংগবন্ধু খেতাব পান।

পাকিস্তানের কবল থেকে
মুক্ত বাংলাদেশ,
এই স্বপনে আঁকলো কাজল
অধীনতার হলো শেষ।

যার যা আছে তাই নিয়ে আয়
দিলেন যখন ডাক,
সব ভাইয়েরা সাড়া দিলো
বাজলো বিজয় ঢাক।

নয়টি মাসের যুদ্ধ শেষে
স্বাধীন পতাকা,
তুমি বিনে বংগভূমে
হতো কি আঁকা?

সেই মুজিবুর গড়তে এদেশ
এঁকে গেছেন স্বপন,
পদ্মা, মেঘনা নদীর পাড়ে
করলো সে বীজ বপন।

শেখ হাসিনা শেখ মুজিবের
উত্তরাধিকারী,
সোনার বাংলা গড়তে নিলেন
কঠিন শপথ তারই।।

বংগবন্ধু আজকে তোমার
শুভ জন্মদিনে,
মুজিব বর্ষ করলো পালন
বিশ্ব তোমায় চিনে।।