করোনা: হারাম শরীফ ও নববীর চত্বরে নামাজ স্থগিত

করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববীর চত্বরে নামাজ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি সরকার। শুক্রবার থেকে এই আদেশ কার্যকর হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের জুমা নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজই মক্কার হারাম শরীফ এবং মদিনার মসজিদে নববীর চত্বরে স্থগিত থাকবে।

এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে একট টুইট বার্তায় বলা হয়, নিরাপত্তাকর্মী, কর্তৃপক্ষ এবং স্বাস্থ্যকর্মীদের সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে মক্কার হারাম শরীফ এবং মদিনার মসজিদে মানুষের ভীড় কমানোর জন্য চত্বরে নামাজ স্থগিত করা হলো। শুক্রবার(২০ মার্চ) থেকে এই আদেশ কার্যকর হবে।