পাবনার চাটমোহরের আরো ৫ বিদেশ ফেরত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি তারা বিদেশ থেকে বাংলাদেশে ফিরেছেন ।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার কাটাখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কঙ্গো মিশন থেকে আসা সেনা সদস্য শামসুদ্দীন, রামনগর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে (বর্তমান ডিবিগ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামে বসবাসরত) চীন ফেরত আব্দুল্লা আল মামুন, হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের তজির উদ্দিনের ছেলে লেবানন ফেরত জহুরুল ইসলাম, মহেলা গ্রামের হোসেন আলী খাঁনের ছেলে সুইডেন ফেরত রওশন জাহান খাঁন এবং তার স্ত্রী জার্মান ফেরত খাদিজা তামান্নাকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ও প্রশাসন।
এর আগে আরো ৬ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। প্রসঙ্গতঃ বিদেশ থেকে দেশে ফিরে আসা ব্যক্তিগণের অধিকাংশই নিজ নিজ এলাকায় আত্মগোপনে থাকার চেষ্টা করছেন। জানা মাত্র উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের ছুটতে হচ্ছে তাদের সন্ধানে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চাটমোহরে করোনা আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায় নি। সন্দেহভাজনদের চেক আপ করানোর পর জানা গেছে তাদের সবাই ভাল আছেন। তবে, ঝুঁকি এড়াতে তাদের বিভিন্ন মেয়াদে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।