মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্ক বন্ধ ঘোষণা

দেশের প্রধান প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমনের শঙ্কায় গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই মূহূর্তে বেড়াতে না আসার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে বন বিভাগ ও স্থানীয় ইজারাদার। জেলার বড়লেখায় অবস্থিত
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিন বিপুলসংখ্যক ভ্রমণপিপাসুর পদচারণে মুখর হয়ে থাকে জলপ্রপাত এলাকা। মাধবকুণ্ড ইকোপার্কের ইজারাদার ছালেহ্ আহমদ জুয়েল অনির্দিষ্টকালের জন্য পিকনিক স্পটটি বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জনসমাগমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি
রয়েছে। বনবিভাগের পরামর্র্শে মাধবকুণ্ডের প্রধান ফটক বন্ধ করে দিয়েছেন। পর্যটকদের প্রতি বেড়াতে না আসার জন্য আহ্বান করছেন।
মাইক যোগে প্রচারণাও চালাচ্ছেন। প্রবেশ গেটে টানানো হয়েছে বন্ধের নোটিশ।