ইয়ানূর রহমান : যশোরে র্যাব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২শ’ বোতল ফেনসিডিল তিন কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মো. রাসেল জানান, তাদের ক্যাম্পের পুলিশ সুপার বদরুদ্দোজার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অভিযান চালায়। এ সময় ১টি নোহা মাইক্রোবাস থেকে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই
জনকে আটক করা হয়। তবে তিনি আটকদের পরিচয় জানতে পারেননি।
এদিকে, চাকলাদার পরিবহনে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে মাদক
দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। রোববার বিকেলে অভিযানে নুর নাহার আক্তার মুন্নীকে ৩কেজি গাজা সহ আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার
উখিয়া উপজেলার থাইংখালী জামতলী শফিউল্লাহ কাটা গ্রামের মৃত মফিজুরের মেয়ে
নুর নাহার আক্তার মুন্নী।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান,
বিকেল ৫ টায় সাতমাইল বারীনগর এলাকায় চাকলাদার পরিবহনের বাস থামিয়ে
তল্লাশি চালালে মুন্নীকে তিন কেজী গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় উপপরিদর্শক
এসএম শাহীন পারভেজ বাদী হয়ে একটি মামলা করা হয়।