মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সামনে থেকে একটি আনন্দ র্যালী
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবীড় পাল ও কর্মী মানিক শীলের নেতৃত্বে ক্যাম্পাস
প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মুর্যালে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।
বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ও প্রক্টর প্রফেসর ড. মোঃ
সিরাজুল ইসলামের সাথে শাহ নাসির উদ্দিন বোগদাদী এতিমখানায় এতিমদের সাথে
খাবারের আয়োজন করা হয়।
রাত ৮টায় ফানুস উত্তোলন, আতশবাজি ও কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর
জন্মশতবার্ষিকী পালন করা হয়। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত
ছিলেন।