জাজিরায় কুকুরকে দেয়া হচ্ছে জলাতঙ্ক বিরোধী টিকা।

২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার থেকে উপজেলার ১২টি ইউপি ও পৌর শহরে এ টিকাদান চলছে। 
স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রণ শাখার উপজেলা সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দিন সোহান বলেন, গত ১৫ মার্চ থেকে এ অভিযান শুরু হয়েছে, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে।
জানা গেছে, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়নে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সারাদেশে জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু হয়েছে। টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে জাজিরা উপজেলায় ২৯টি দল বিভিন্ন এলাকায় গিয়ে কুকুর ধরে ধরে টিকা দিচ্ছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান বলেন, জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে জাজিরায় কুকুরকে টিকা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দুদিনে প্রায় নয়শত কুকুরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে।