পাবনায় মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে আরো ৮ জন মুক্তিযোদ্ধার নামে ৮টি সড়কের নামকরন

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে পাবনায় আরো ৮ জন মুক্তিযোদ্ধার নামে ৮টি সড়কের নামকরন করেছে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ।দুপুরে অনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সড়কের উদ্বোধন করেন তার ছোট ভাই মুক্তিযোদ্ধা মো: ইসমত, ওয়াজিউদ্দিন খান সড়কের উদ্বোধন করেন তাঁর কন্যা তাওহিদা তানমান সাতি, এসময় উপস্থিত ছিলেন মরহুম ওয়াজিউদ্দিন খানের সহধর্মীনী সামছুন্নাহার খান। এভাবে পর্যায় ক্রমে পুথকভাবে
উদ্বেধন করা হয় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আফতাব, বীর মুক্তিযোদ্ধা শহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, বীর
মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন এবং শহীদ মুক্তিযোদ্ধা আলো-ফিরোজ নামের সড়কের। প্রতিটি সড়কের উদ্বোধন
করেন সংশি-ষ্ট মুক্তিযোদ্ধাদের স্বজনেরা। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী সাংসদ
নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, জেলা মোটর মালিক
গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান সহ
স্থানীয় বিশিষ্ট জনেরা।পৌর মেয়র কামরুল হাসান মিন্টু জানান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বিকৃতি স্বরুপ এসব সড়কের নামকরন করা হয়েছে।