সুজানগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে আইপিএসের ব্যাটারি চুরি

পাবনার সুজানগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে আইপিএসের ব্যাটারি চুরি হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ জানান বৃহস্পতিবার অফিস সময় শেষ করে অফিস ত্যাগ করি, রোববার সকালে অফিসে প্রবেশের সময় দেখি দরজার ছিটকিনি ভাঙ্গা, ভিতরে
প্রবেশ করে দেখি পৌর বিদ্যুৎ চালিত আইপিএসের ২ টা ব্যাটারি নেই, ধারণা করা হচ্ছে শুক্রবার অথবা
শনিবার কোন এক সময় দরজায় ছিটকিনি ভেঙে ব্যাটারি ২ টা চুরি করে নিয়ে গেছে, এই
আইপিএস থেকে শিক্ষা অফিস,সমবায় অফিস, পরিসখ্যান অফিসে সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ
করা হতো, ব্যাটারি ছাড়া অফিসে অন্যান্য মালামাল সবকিছু ঠিক আছে। এ ঘটনায় থানায় একটি
অভিযোগ দায়ের করা হয়াছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ক্যাপশনঃ পাবনার সুজানগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে আইপিএসের ব্যাটারি চুরি।