করোনা ভাইরাস নিয়ন্ত্রনে আলীকদমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ঠ আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্ক তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশ সরকারে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সকল
সরকারী হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করার কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ঠ আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়। শনিবার বেলা এক ঘটিকায় আলীকদম উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান ও বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় অনুষ্ঠান শেষে এই
আইসোলেশন ওয়ার্ড উদ্বোধনর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুর রহমান উপজেলা স্বাস্থ পরিদর্শক মোঃ
আসাদুজ্জামান প্রমূখ।