সম্মান ও মর্যাদায় নারী

প্রতিটি মায়ের ভেতরেই রয়েছে মাতৃত্বের মমতা
আর প্রতিটি পুরুষ ও প্রতিটি নারীর জন্ম ও মাতৃত্বের নামই মা ও মাতা!
পুত্র সন্তান ও কন্যা সন্তান উভয়ের মমতৃত্বের প্রেমই মহা-জননী।
তাই জননী ও মা শব্দের গভীরেই জান্নাতের প্রশান্তময় চেতনা!
নারী ও পরুষ অধিকারে সমান সমান হলেও
ধর্মের পবিত্র বাণীতে নারীর সম্মান ও মর্যাদায় শ্রেষ্ঠত্বের অধিকার জাগাও।
নারীই মাতা আর জননীর মমতাভরা চরণ ধুলার নিচেই সন্তানের জান্নাত!
পুরুষের সারিতে পুরুষ শুধু একা একা একভাগ জাত!
কিন্তু নারীর সারিতে জেগে ওঠে তিন ভাগ অমূল্য মাতৃত্বের রতন।
যার পবিত্র জঠর থেকে নারী ও পুরুষ উভয়ই ভূমিষ্ট হয় জীবন।
তাই তিন ভাগ সম্মানই নরীর প্রাপ্য মাতৃত্বের গৌরব ও মর্যাদায় উত্তম।
মানবতা ও সভ্যতার ন্যায়পরায়ণে প্রথম আর্দশই হলো নারীর মহান মাতৃত্ব এলম।
নরীর গর্ভ থেকেই জন্ম হয় মহাকালের নব নব সংস্কার মহা-মানব রতন,
তাই আল্লাহ ও মুহাম্মদ (সাঃ) এর দ্বীনে মহাসাম্যের মহা-অধিকারই নারীর সম্মান।
নারীর মর্যাদা ও আর্দশই অধিক প্রজ্ঞাময় আর শ্রেষ্ঠ ধন।