নাটোর প্রতিনিধি –
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কেন্দ্রঘোষিত নাটোরের নলডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি আব্দুস শুকুর ও সাধারন সম্পাদক মুশফিকুর
রহমান মুকু দায়িত্ব বুঝে নিলেন।বৃহস্পতিবার সকালে নলডাঙ্গা উপজেলা আওয়ামী
লীগের কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তারা দায়িত্ব বুঝে
নেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বুধবার
রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত নাটোর জেলা
আওয়ামীলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা গত ৮ ডিসেম্বর ত্রি-বার্ষিক
সম্মেলনে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সরাসরি তৃনমুল নেতাকর্মিদের ভোটের
মাধ্যমে রইস উদ্দিন রুবেল সভাপতি ও তৌহিদুর রহমান লিটন সাধারন সম্পাদকের
কমিটি বাতিল করে দেন এবং আব্দুস শুকুর কে সভাপতি ও মুশফিকুর রহমান মুকুকে
সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন।এসময় কেন্দ্রীয়
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবাইদুল কাদের,যুগ্ন সম্পাদক ও
তথ্য মন্ত্রী হাসান মাহমুদ,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম
কামাল হোসেন,নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও গুরুদাসপুর আসনের সংসদ সদস্য
আব্দুল কুদ্দুস,সাধারন সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম
শিমুল,সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ উপস্থিত
ছিলেন।বিষয়টি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদজ্জামান আসাদ ও নলডাঙ্গা পৌর
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সহ অন্য নেতারা নিশ্চিত
করেছেন।
পূর্বের উপজেলা
আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি রইস উদ্দিন রুবেল বিডিআর বিদ্রোহ
মামলার সাজাপাপ্ত আসামী হওয়ায় ও সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন দলীয়
শৃংখলা বিরোধী অভিযোগের একাধিক মামলার অভিযোগ থাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের
নেতারা তাদের বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।