টোকাই

আমি টোকাই
কে আমার পিতা সেকথা আমার জানা নাই।
জন্ম নিয়েছি পথের পাশে ঝপড়িতে, স্বজনহীন সন্ধ্যায়,
বড় হয়ে শুনেছি, মা মরেছে বিনাচিকিৎসায়,
আমার জন্মের সময়।

কার করুণায় বড়ো হয়েছি জানিনা,
এখন আমার কমলাপুর স্টেশনে ঠিকানা।
পরিত্যক্ত রেলের বগিতে রাত্রি কাটাই।
ফুটপাতের হোটেলে খাবার খাই।

উপার্জন বলতে কুলিগীরি!
যাত্রীদের লাগেজ মাথায় করি,
পৌঁছে দেই যেখানে সে চায়!
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সময় কেটে যায়।

এর ভেতরেও স্বপ্ন আঁকা দুচোখে আমার,
প্রতিদিনের আয় থেকে কয়েক টাকা জমিয়ে রাখি তার।
সামনে বছর নিজের টাকায় একটা রিক্সা কিনে চালাবো,
আর পৃথিবীর সব টোকাইদের বলবো,
এসো বিদ্রোহ করি,
বাহুতে কুড়ায় স্বপ্নের কড়ি নতুন পৃথিবী গড়ি।