বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর মিলনায়তনে মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শিক্ষাবিদ গৌরপদ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান তারেক, সম্পাদক ময়েজ উদ্দিন, ব্যবসায়ী শরিফুল ইসলাম, অধ্যক্ষ ফাদার ড. ডমিনিক গমেজ, অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক নাজমা বেগম, অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় পৌরসভায় মুজিব কর্ণার ও একটি মানবতার দেয়াল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।