গুরুদাসপুরে মাদকের রমরমা ব্যবসা চলছে -আ. কুদ্দুস এমপি

স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেছেন, উপরে পালিশ আর ভেতরে মাদকের রমরমা ব্যবসা চলছে। ফেব্রুয়ারীতে ৩১টি মামলার মধ্যে গুরুদাসপুর থানায় ২১টি মাদকের মামলা হয়েছে। এতে খুশি হওয়ার কিছু নেই। কারণ ছোটখাটো মাদকসেবীরা ধরা পড়লেও গডফাদাররা ধরা পড়েনা। পুলিশ শক্ত হাতে দমন করলে তবেই মাদক কমবে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, চলনবিল প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আলী আক্কাছ প্রমূখ।
মাদক নির্মূলের ব্যাপারে সকলের সহযোগিতা চেয়ে থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, শুধু আইন দিয়ে মাদক কমবে না। সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে।