লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটে খায়রুল ইসলাম পাটোয়ারী সবুজ নামের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালযের রিনা বেগম নামের এক শিক্ষিকাকে অপহরনের অভিযোগ করেছে স্বামী মাহবুব আলম মিঠু। অভিযোগে ওই সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকা মাঞ্জুমা আক্তার সহ ৪ জনকে অভিযুক্ত করেছে বাদী মাহবুব আলম মিঠু। তারা উভযেই লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত। অপহ্নত শিক্ষিকার স্বামী অভিযোগে বলেছেন, দীর্ঘদিন ধরে সবুজ তার স্ত্রীকে কু পরামর্শ দিয়ে আসছেন। স্ত্রী তাকে জানালে সবুজকে সর্তক করে দেন। গত ২৪ ফেব্রয়ারী প্রধান শিক্ষিকা ও সবুজ ফিন্নির সাথে অচেতন ওষুধ খিলে বিদ্যালয়ে ফেলে রাখেন। খবর পেয়ে স্ত্রীকে বাড়ীতে এনে চিকিৎসা করান। গত বৃহস্পতিবার বাড়ীতে কেউ না থাকায় সবুজ তার সঙ্গপঙ্গ নিয়ে মাইক্রো নিয়ে স্ত্রীকে তুলে নিয়ে অপহরন করেন। এ সময় বাড়ীতে থাকা টাকা ও অলংকারও নিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ করলে দীর্ঘ ৫দিনেও কোন সন্ধ্যান বের করতে পারেনি পুলিশ। লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত এরশাদুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করাসহ ভিকটিমকে উদ্ধার অভিযান চলছে।