ইবিতে বি.এড ও এম.এড কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি-ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আই.আই.ই.আর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ও মাস্টার্স অব এডুকেশন (এমএড) এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রবিবার ( ০৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী  তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেধা তলিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুরা আগামী ১৩ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তরা আসন শূন্য সাপেক্ষে ২৮ মার্চ ভর্তি হতে পারবে।
প্রসঙ্গত, এ বছর আইআইইআর’র অধীনে ১ বছর মেয়াদী বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১০৪ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪৮ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ৮০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪১৩ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-থেকে জানা যাবে।