নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে
আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক এক আলোচনা
সভা ও উপজেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদারের সঞ্চালনায় ও
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় প্রকাশ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী রওশন আক্তার, সহসভানেত্রী সাবিহা খানম, কলমাকান্দা পাইলট
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমূখ। আলোচনা শেষে কলমাকান্দা কিশোর-কিশোরী ক্লাবের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান হয়। তাছাড়া উপজেলার আটটি কিশোর-কিশোরী ক্লাবের ছাত্র-ছাত্রীদের মধ্যে “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের প্রথম, দ্বিতীয় ও
তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।