চাটমোহরে ময়লা ফেলার কোন ভাগাড় না থাকায় পুরো চাটমোহরই ময়লার শহরে পরিণত হচ্ছে। বছর খানেক পূর্বে শহরের কিছু এলাকায় কিছু সংখ্যক ডাষ্টবিন দেখা গেলেও এখন তা খুব একটা চোখে পরে না। ফলে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। মানুষকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে জনসচেতনতা তৈরী করতে কিছু দিন যাবত বিডি ক্লিন নামক একটি সংগঠন কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিডি ক্লিন এর একটি দল চাটমোহর থানা বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছনতার কাজ করে। তারা সংগৃহীত ময়লা আবর্জনা প্রায় ৩০/৪০ টি প্যাকেটে ভরে তারা সে প্যাকেটগুলো চাটমোহর থানার দেয়ালের পূর্বে প্রধান সড়কের পাশে রেখে যায়। আজ শুক্রবার সন্ধ্যায়ও ময়লার প্যাকেট গুলো সেখানে পরে থাকতে দেখা যায়। এলাকাবাসী জানান, দূর্গন্ধে রাস্তা দিয়ে চলাচলই প্রায় অসম্ভব হয়ে পরেছে। তাছাড়া বিষয়টি দেখতে ও খুব দৃষ্টি কটু লাগছে। এ ব্যাপারে চাটমোহর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছাদেক আকন্দ জানান, ময়লাগুলো দূরে কোথাও ফেলার জন্য থানা থেকে আমাকে ফোন দেয়া হলে আমি পৌরসভার মেয়লা ফেলার দায়িত্বে থাকা ব্যক্তিদের ফোন দেই। কিন্তু কেন এখনো ময়লাগুলো ফেলা হয় নি বুঝতে পারছি না। তবে আমি দ্রæত ময়লাগুলো অপসারণের ব্যবস্থা করছি।