রাজশাহীর বাগমারা উপজেলায় বাসের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ ও তার নাতি নিহত হয়েছে। বৃহস্পতিবার(৫ মার্চ) বেলা ১১টার দিকে ভবানীগঞ্জ-বান্দাইঘাড়া সড়কের উপজেলার খন্দকার পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক বাসটিকে চালকসহ আটক করেছে স্থানীয় জনতা। নিহতরা হলেন,উপজেলার বড়বিহানালী ইউনিয়নের জাবেদ
আলী (৬৬) এবং তার নাতি মো. আবদুল্লাহ (৭)। জাবেদ ব্যাটারিচালিত ভ্যানচালক। দাদার
ভ্যানে চেপে যাচ্ছিল শিশু আবদুল্লাহ। ভ্যানে অন্য কোনো যাত্রী ছিল না। এলাকাবাসি জানায়, ভবানীগঞ্জ টু রাজশাহী রাস্তায় চলাচলকারী রেহান পরিবহন সিলেট-জ- ১১-০৬৯৮ নং বাসটি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভবানীগঞ্জ থেকে উপজেলার বড়বিহানালী
ইউনিয়নের বাঘাবাড়ি রিজার্ভ নেয়ার জন্য যাচ্ছিল। বাসটি ভবানীগঞ্জ-বান্দাইখাড়া
রাস্তায় বেপোয়ারা গতিতে যাওয়ার সময় মরুরীপাড়া খন্দকার পাড়া মোড় নামক স্থানে চলন্ত
ভ্যান গাড়ীকে ধাক্কা দিলে ভ্যানের চালক জাবেদ আলী ও ভ্যান গাড়ীতে বসে থাকা তার নাতী
আব্দুল্ল্যাহ ঘটনাস্থলে নিহত হয়। বাসটি পালিয়ে যাওয়ার সময় নওগাঁর আত্রাই উপজেলার
বান্দাইখাড়া নামক স্থানে জনতা বাসটি আটকে দেন। এবং বাসের চালক তমেল আলী (৩৮
কে আটক করে। এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর
রহমান জানান, ভ্যানচালক জাবেদ আলী দুপুরে নাতি আব্দুল্লাহকে সঙ্গে করে ভ্যানযোগে
বড় বিহানালীর দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ে
বিপরীত দিক থেকে ছেড়ে আনা বেপরোয়া একটি বাস তাদের চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়। এবং দুর্ঘটনার পর স্থানীয়রা রেহান
পরিবহন নামের ঘাতক বাসটিকে চালকসহ আটক করেছে। তবে পালিয়েছেন চালকের
সহয়োগী ও হেলপার। ওসি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে
থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো
হবে। এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান তিনি।#
নাজিম হাসান
রাজশাহী।
তারিখ-০৫/০৩/২০২০ইং
মোবা: ০১৭১৩-৭৬২০৮১