প্রিয়তমা

প্রিয়তমা,খুলে দাও তোমার হৃদয় কপাট
ফাগুন হাওয়ায় ভরে উঠুক পুষ্পের ঘ্রাণ;
ভালোবাসার পরশে পলাশ,বকুল,কৃঞ্চচূড়া
বিকেলে অবসর একেলা মন বসে না কোনো কাজে-
মহুয়ার বনে হারিয়ে যায় প্রেমের তাজা প্রাণ;
ফাগুনের বিকেলে মেঠো পথের নীড়ে
ভালোবাসার নীল পদ্ম-কমল হৃদয় স্পর্শে
প্রেমের বিস্তর ময়দান হলো কৃঞ্চচূড়া দিনে।
প্রিয়তমার নরম হাত ছুঁয়ে হেঁটে চলা-
পাকশির বাবলার নির্জন পথে কাশবনের নীড়ে
ভালোবাসার মধুময় অপরাহ্ন স্মৃতির ছকে,
দীর্ঘ জীবন সংসারে অনুপ্রেরণার শক্তি,সাহস
যুগে যুগে ইতিহাস রবে মানবতার পৃথিবীতে।
প্রিয়তমার যুগল ঠোঁটের উচ্ছল হাসি
কখনো হয়ে যায় বরফ গলা নদী-
ভ্রমর কালো ভ্রু-যুগল কখনো অন্ধকার রাত্রি;
চোখের চাহনিতে শীতল নায়েগ্রা জলপ্রপাত;
কখনো প্রিয়তমা হয়ে যায় বেদনার রাত্রি।