যশোর শহরে গৃহবধূ অজ্ঞান পার্টির কবলে

ইয়ানূর রহমান : যশোর উপশহর পার্ক এলাকায় বাড়ির পাশের ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে তাসলিমা বেগমকে (৩০) নামে এক গৃহবধূ অজ্ঞান পার্টির কবলে কবলে পড়ে জ্ঞান হারিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় উক্ত গৃহবধূকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে হাসপাতাল ভর্তি হয়েছে।

তাসলিমা বেগম উপশহর পার্ক রোড এলাকার শাহাদত হোসেনের স্ত্রী। শাহাদত হোসেন যশোর ডিসি বাংলোর কর্মচারী।

একই এলাকার আরেক গৃহবধূ মিনু বেগম জানান, দুপুর ১২ টার দিকে রাস্তার পাশে
ডাস্টবিনে তাসলিমা তার বাসার ময়লা ফেলতে গিয়েছিলেন। ময়লা ফেলে ফেরার পথে তিনি অজ্ঞানপার্টির সদস্যদের কবলে পড়েন। পরে অসুস্থ অবস্থায় এসে ঘরের বারান্দা এসে জ্ঞান হারিয়ে ফেলেন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিনু বেগম আরো জানান, দুবৃর্ত্তরা তাসলিমা বেগম কে অজ্ঞান করে তার স্বর্ণালংকার নিয়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার গলায় কিংবা হাতে কোন অলংকার নেই। তিনি অলংকার পরেছিলেন কিনা তা জ্ঞান না ফিরলে জানা যাচ্ছে না।