খানসামায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিলো বিক্ষুব্ধ ছাত্ররা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নেচে-গেয়ে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর এবং অগ্নিসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ ছাত্র ও জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাকেরহাট শাপলা চত্বর জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ বিক্ষুব্ধ ছাত্ররা পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছায়। এসময় বিক্ষুব্ধ ছাত্ররা শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। এই সময়ে সাউন্ড বক্সে বিভিন্ন গান বাজিয়ে আনন্দ মাতেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সড়কে এসময় উৎসুক জনতার ভিড় ছিল।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ০৫ আগস্ট প্রথম দফায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দ্বিতীয় দফায় ৬ ফেব্রুয়ারি রাতে এই স্থাপনা গুড়িয়ে দেয় তাঁরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খানসামা উপজেলার অন্যতম ছাত্র প্রতিনিধি রহিদুল ইসলাম রাফি বলেন, স্বৈরাচার হাসিনা এত ছাত্র-জনতাকে হত্যার পরেও ভারতে বসে ষড়যন্ত্র করছে। এটা ছাত্র-জনতা মেনে নিবে না তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল চিহ্ন মুছে দিতেই বিক্ষুব্ধ ছাত্র ও জনতা এমন প্রতিবাদ করেছে।

উল্লেখ্য, এদিন রাতে উপজেলার ভাবকী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা।