নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালে ১লা মার্চ তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এই দিন টিকে স্মরন করে সরকার ১ মার্চ-কে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা দেন।এরই ধারাবাহিকতায় বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় বীমা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ার ম্যান আলহাজ্ব এবাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম , উপজেলা নির্বাচন অফিসার তৌফিকুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুল আলম।ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ চঞ্চল হোসেন, সন্ধানী লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন, ডেল্টা লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক জাফর আলী শেখ, সান লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান, ডেল্টা লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ আবু জাহিদ ডালিম, পপুলার লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম সহ আত্রাই উপজেলা বীমায় কর্মরত সকল শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠকগন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।