নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগ্রান গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম বাবলু নীচতলায় এবং তার ভাই গরু ও পুকুর ব্যবসায়ী রেজাউল করিম একই বাড়ির উপরতলায় বসবাস করেন। বুধবার রাত দেড়টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল প্রথমে বাবলুর দরজায় নক করে। এ সময় নিজেদের কেউ ডাকছে ভেবে দরজা খুলে দিলে তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের দিয়ে উপর তলায় রেজাউল করিমকে ডেকে দরজা খুলে বাড়িতে থাকা সবাইকে দড়ি ও গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের দুই পরিবারের আলমিরা ভেঙ্গে গরু বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা ও মোট ৬ ভরি স্বর্ণসহ কয়েকটি বিদেশী কম্বল নিয়ে ডাকাতেরা চলে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রেজাউল করিম জানান, আমরা রাত ১২ টার দিকে ঘুমিয়ে পড়ি। হয়তো ডাকাতদলের ২-১ জন সদস্য সন্ধ্যা রাতেই বাড়ির পেছন দিকে অথবা আমাদের অগোচরে ছাদে উঠে লুকিয়ে ছিল। পরে পেছনের দরজা খুলে দিলে অন্য ডাকাতরা ভেতরে ঢুকে থাকতে পারে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা বের করতে পুলিশ কাজ করছে।
