বগুড়া প্রতিনিধি
বগুড়ার রাজিত হাসান তিহান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে
বৃত্তি পেয়েছে। শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড
কলেজ থেকে পরীক্ষা অংশ নিয়ে ৬০০ নম্বরের মধ্যে ৫৯৪ পেয়ে জেলায় তৃতীয়
স্থান অধিকার করেছে। তিহান ভবিষ্যতে ব্যারিস্টার হতে চায়।
রাজিত হাসান তিহান বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের
কর্মকর্তা রাশেদুন নবী রনি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা
আকতার জাহান তাজমার ছেলে। শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন
জানান, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজিত হাসান তিহান (রোল
নম্বর-১৭৭) বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৬, গণিতে ১০০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে
১০০, প্রাথমিক বিজ্ঞানে ১০০ এবং ধর্মে ১০০ নম্বর পেয়েছে। তিহান ও তার
বাবা-মা সকলের দোয়া চেয়েছেন।