কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানদুলদিয়া শাহ আবুল
হাসেম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ইভটিজিং করার প্রতিবাদ করায়
এসএসসি পরীক্ষার্থী হিরু মিয়া বকাটে রাজনের ছুরির আঘাতে আহত হয়ে
কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
লিখিত অভিযোগ ও থানা সুত্রে জানা যায়, নান্দাইল উপজেলার কয়রাটি গ্রামের
বকুল মিয়ার বকাটে পুত্র রাজন মিয়া (২২) এলাকার স্কুলগামী ছাত্রীদের নিয়মিত
ইভটিজিং করায় বিভিন্ন সময় গ্রাম্য সালিশে বকুল মিয়া ও তার পুত্র রাজনকে
গ্রাম্য মাতাব্বররা বিভিন্ন রকম শাস্তি প্রদান করলেও বকাটে রাজন ইভটিজিং
থেকে বিরত থাকে না। গত ২৪-২-২০ ইং তারিখে বানদুলদিয়া শাহ আবুল হাসেম
উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া প্রতিযোগিতা চলাকালে বকাটে রাজন ঐ স্কুলের ছাত্রীদের
সাথে ইভটিজিং করে। তার প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থী কয়রাটি
গ্রামের মতি মিয়ার পুত্র হিরু মিয়াকে বকাটে রাজন তার সহযোগিদের নিয়ে
স্কুলের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত
করে। এলাকাবাসী আহত হিরুকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর
হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে ।
বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ
ব্যাপারে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩
তারিখ ২৪-২-২০২০খ্রিঃ। এ বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর
রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে।