নরসিংদীর যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউর অপকর্মের তথ্য প্রকাশ্যে আসার পর সারা দেশে এই সংগঠনের আর কারা অপকর্মে জড়িত, তাঁদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার দুপুরে যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
জানতে চাইলে গত রাতে নাজমা আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দুপুরে অপু উকিল ও আমার সংগঠন নিয়ে প্রায় ১০ মিনিট কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সম্মান রাখতে পারিনি। এ জন্য আপনি আমাদের ক্ষমা করবেন। আপনি যে নির্দেশ দেবেন, আমরা তা বাস্তবায়ন করব।’
নাজমা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সারা দেশে সংগঠনের মধ্যে পাপিয়ার মতো অপকর্মে আর কারা কারা জড়িত, তা খুঁজে বের করতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ঢাকার বিষয়টি তিনি নিজেই দেখবেন। উনার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। ওই রিপোর্টের আলোকে তিনি অপরাধীদের ছেঁকে বের করবেন।’
নরসিংদীর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (গ্রেপ্তারের পর বহিষ্কৃত) পাপিয়ার অপকর্মের তথ্য প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মাদক-অস্ত্র চোরাচালান, জমি দখল ও হোটেলে নারীদের দিয়ে যৌন ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গত শনিবার ঢাকা বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে সুমন চৌধুরী এবং তাঁদের দুই সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার ওপরে।
গ্রেপ্তারের পর পাপিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করে যুব মহিলা লীগ। কারা পাপিয়ার পৃষ্ঠপোষকতা করেছেন, তাঁদেরও খুঁজে বের করা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।
সূত্র কালের কণ্ঠকে