ফেব্রুয়ারী সেই দিন, যেদিনে সালাম,বরকতরা বুকের রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। তাদের জ্বালানো দ্বিপশিখা একাত্তরে আরো উজ্জ্বল রূপ নিয়েছিল স্বাধীনতায়। পৃথিবীতে এমন কোন নজির আর কোথাও নেই, যেখানে রক্তের বিনিময়ে অর্জিত হয় ভাষা। কিন্তু এই চেতনা কেবল ফেব্রুয়ারী মাসেই জেগে ওঠে প্রভাতফেরীর সাথে আর শেষ হয় স্টাটাসের মাধ্যমে। শুধু ভাষার মাসে নয়, সারাবছর এই চেতনায় বাঙালি তরুণেরা জেগে ওঠুক। সব ভাষা শহীদদের অর্জন আজ প্রজন্ম চত্বরে সবার প্রেরণা। তাই বাংলা শুধু একটি ভাষা নয়, বাংলা জুড়ে আছে আমাদের আবেগ, অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রাম। প্রতিনিয়তই বাঙালিরা পাশ্চাত্যের আদলে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টায় নিজেকে ডুবিয়ে রাখছে। বাংলার সাথে ইংরেজি, হিন্দির মিশ্রণে কোন বীরত্ব নেই। বরং সঠিক সুন্দরভাবে বাংলা ভাষা চর্চাই আমাদের আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে পারে। তাই আজ তারুণ্যের অঙ্গীকার হোক, ২-৪টি ইংরেজি বুলি মেরে স্মার্ট হবার চেষ্টা না করে এই বাংলা ভাষাকে বুকে ধারণ করে, লালন করে ভাষার সুস্থচর্চা করা। এই বাংলার জয়গান ছড়িয়ে পড়ুক পৃথিবীর সর্বপ্রান্তে। শিক্ষার্থী, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর