স্টাফ রিপোর্টার
পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলিনা খাতুনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, অসদাচরণের জন্য অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
গতকাল বুধবার বেলা ১২টায় আটঘরিয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে পুলিশ বাধা দেওয়ার ঘটনা ঘটে।
এসময় আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম কামাল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম, আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. জাগিদুল ইসলাম মুকুল, মো. আহসান উল্লাহ প্রমুখ। পরে পাবনা জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন তারা।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের রতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণকে কেন্দ্রকরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুনজুর রহমান মন্ডল এর সাথে প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা খাতুনের বিরোধ শুরু হয়। এর একপর্যায়ে প্রধান শিক্ষক সেলিনা খাতুন মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করলে সংঘাতের সৃষ্টি হয়। এ ঘটনায় সেলিনা খাতুন সভাপতিসহ ম্যানেজিং কমিটি এ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলে সভাপতি মো. মুনজুর রহমান মন্ডলকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।