এস এম আলম :: মহান মাতৃভাষা দিবষ উপলক্ষে পাবনায়
একুশের বই মেলা মঞ্চে শতাধিক শিশুকে হাতে খড়ি দিয়েছে স্থানীয় গনশিল্পী সংস্থা।গতকাল সকালে গনশিল্পী সংস্থার পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোশফেকা জাহান কোনিকার সঞ্চালনায় এনুষ্ঠানে
অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সহ-সভাপতি এ্যাডভোকেট সনৎ কুমার সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ
কৃষিবিদ জাফর সাদেক, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষন পরিষদের সহ-সভাপতি ডা. রামদুলাল ভৌমিক এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয়
ব্যুারো চীফ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা।এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক ভাস্কর চৌধুরী,
বিপ্লব ভৌমিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম,
কণ্ঠশিল্পী ফাহমিদা চাদনী, প্রথম আলোর ফটো সাংবাদিক মাহমুদ হাসান ডি সহ অংশগ্রহনকারী কমলমতি শিশুদের অভিভাবকরা। পরে অংশ
গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।