ইয়ানূর রহমান : নাভারন-সাতক্ষিরা সড়কের শার্শার উলাশী-সাতমাইল অংশটি
সাধারণ মানুষের কাছে বৃষ্টির দিনে বিষফোড়ায় পরিনত হয়েছে। প্রশাসনের
অবহেলা ও নাভারন হাইওয়ে পুলিশের চাদাবাজির ফলে একটু বৃষ্টি হলেই সড়কটি
হয়ে উঠে মৃত্যু ফাঁদ।
দেখা গেছে, প্রতিনিয়ত মাটিবাহী ট্রাক্টারের অদক্ষ চালকরা বেপরোয়া ভাবে
গাড়ি চালিয়ে মাটি রাস্তাতে ফেলে এই অবস্থা সৃষ্টি করেছে। অল্প বৃষ্টিতেই
পিচের রাস্তা চেনার কোনো উপায় থাকে না। এ যেনো এক পিচ, খোয়া, পিছলা মাটির
সংমিশ্রণে নতুন কোনো বিরক্তিকর রাস্তার অস্বস্তিকর অবস্থা। এর ফলে
রাস্তায় ঘটছে দূর্ঘটনা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ সড়কটির পাশে ৮টি ইটভাটা রয়েছে। এর ২টির
সরকারী অনুমোদন থাকলেও বাকি ৬টি অবেধ। বিভিন্ন মাটি ব্যবসায়ীরা ভিন্ন
ভিন্ন জায়গা থেকে মাটি ক্রয় করে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটাতে বিক্রয়
করছে। এ সব মাটি বহনকারী ট্রাক্টর অতিরিক্ত যাতায়াতের জন্য সড়কটির
বিভিন্ন জায়গাতে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। আর একটু বৃষ্টিত হলেই
কর্দময় হয়ে ওঠে। কাঁদা সৃষ্টি কারনে জনগণের জন্য এ সড়কটি বিষফোড়ায় পরিনত
করেছে।
অভিযোগে জানা যায়, সড়কে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারনে প্রতিদিন
ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। অথচ প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেনা।
এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের সাথে মোবাইলে বার বার যোগাযোগ করার
চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নি।