গোলাপগঞ্জে মঙ্গলবার চার কোটি সত্তর লক্ষ টাকার কাজের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করবেন সাবেক শিক্ষামন্ত্রী

গোলাপগ -বিয়ানীবাজার ৬ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী মঙ্গলবার বাদেপাশা ইউনিয়নের প্রায় চার কোটি সত্তর লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করবেন। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির আস্থাভাজন উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দীন বাবলু নিশ্চিত করে বলেন,তিঁনি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাদেপাশা ইউনিয়নে রাকুয়ার বাজার-শান্তির বাজার সোপাটেক রাস্থার ভিত্তি স্থাপন, ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মজজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন, ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নোয়াই-রজবগঞ্জ রাস্থার উদ্বোধন, ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আমকোনা স্কুল রাস্থার উদ্বোধন, ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ১১জন দুস্থদের মাঝে ১১টি ঘরের চাবি হস্তান্তর,এক লক্ষ টাকা ব্যয়ে আমকোনা ত্রিমুখী রাস্থায় সোলার প্যানেল স্থাপন, ৮০ লক্ষ টাকা ব্যয়ে চারটি ব্রীজ কালভার্ট নির্মিত কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। আবার একই দিন বিকাল ৫ টায় বুধবারী বাজার ইউনিয়নে এক জন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।