নাটোর প্রতিনিধি
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জলো আওয়ামী লীগরে সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে আবারো অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে একটি মিছিল গিয়ে শহরের কান্দিভিটা এলাকায় শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয়।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শিমুলের বাড়িতে যায় তারা। সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে ভাঙচুর চালায় তারা। এমনকি গান বাজিয়ে নাচানাচিও করেন সেখানকার উপস্থিত অনেকে।
প্রায় ঘন্টাখানেক শিমুলের বাড়ির অভ্যন্তরে অবস্থান করে সেই স্থান ত্যাগ করে ছাত্র-জনতা।
এসময় শিক্ষার্থীরা আওয়ামীলীগ বিরোধী নানা ¯ে¬াগান দেন।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তবে ওই বাড়িতে কিছুই নেই। আর বাড়িতে কেউ থাকেও না।
উল্লেখ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।